জ্যাম ঠেলে যখন শাহবাগে পৌঁছেছি, তখন বাজে সাতটার বেশি। পুলিশ শাহবাগ থেকেই বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ছাড়া ঢুকতে দিচ্ছে না একুশে ফেব্রুয়ারির প্রস্তুতির কারণে। দু-ঘণ্টার বেশি জ্যামে বসে পৌঁছানোর কথা বলে অনুরোধ করেও কোনো লাভ হলো না। অগত্যা পেশাগত পরিচয় দিলে আইডি কার্ড দেখতে চাইলো। আইডি কার্ড না থাকায় ঢুকতে দিতে রাজি হলো না। মোবাইল বের করে পুলিশের কর্তা ব্যক্তিদের নম্বর দেখিয়ে বললাম, ‘আপনি আমার কথা বিশ্বাস করছেন না, বলেন কাকে ফোন দিতে হবে?’ আমার ফোনে চোখ বুলিয়ে বললেন, ‘আচ্ছা ঢোকেন।’
আমি ঢুকতে পেরেছি, কিন্তু অনেকেই ফিরে যাচ্ছে। এই হয়রানির কোনো মানে হয় না। আর এই জ্যামের শহরে মেলার সময় রাত দশটা পর্যন্ত করা উচিত। শেষবেলায় মেলায় যাওয়ায় অনেকের বই কিনতে পারলাম না। এমনকি নিজের বইটার কয়েকটা কপি কিনবো ভেবেছিলাম, কয়েকটা স্টল ঘুরে পেন্ডুলামের স্টলে আসার পর আর মনে নেই, সময়ও ছিল না। সবাই তখন স্টল বন্ধ করছিল। পরের দিন গিয়ে কিনবো।
পেন্ডুলাম পাবলিশার্স
স্টল: ৫৪২-৫৪৩