কেন বোষ্টুমি তুমি এই অসময়ে গাইলে ভাঙা দেউলের গান
ছিলো তো অনেক রঙ। প্রায় সবটুকু দু-ডানায় নিয়ে গেছে শুষে
যতটুকু আছে, তাও ভরিয়ে দিতে চাও গৈরিকে!
ওগো বোষ্টুমি, তুমি থামাও, থামাও তোমার ঐ একতারার তান
সবই তো ধুলোয় মিশেছে, যতটুকু আছে অবশিষ্ট ভাঙা দেউড়ি
তাও হবে বিরান শ্মশান!
ওগো বোষ্টুমি, এই রাতে বাইরে দারুণ বৃষ্টি, জামতলায় বাঁচবে না কাপড়
বরং লাগবে জামের দাগ!
ভিজো না তুমি, দেউড়িতে দু-দন্ড বসে যাও।
তুমি এলে দেউড়ি জাগবে
দেউড়ির গায়ে জেগে উঠবে মুছে যাওয়া হাজারো গান
তোমার যত ইচ্ছে তুমি গাও
সারারাত ধরে গাও, কাকভোর অব্দি গাও
ওগো বোষ্টুমি, তুমি নোনা ধরা দেউড়িতে প্রাণ ফেরাও!