নদীর ঢেউয়ে মিলিয়ে দিলাম,
তীরে লেখা তোমার সেই নাম,
ঢেউয়ের স্পর্শেই ভেসে উঠে,
তুমিই তো লেখার শিরোনাম।
চাঁদের আলোতে ঝিকমিকি জল,
রূপ দেয় তোমার প্রতিচ্ছবির,
আবেগে হারিয়ে আত্মহারা মন,
এমনটি চিন্তা যেন প্রতিটি কবির।
নৌকার পাটাতনে পাদুকা রেখে,
চাঁদের পানে তীক্ষ্র দৃষ্টির মুহুর্ত,
ভাষাহীন মনের ছন্দের ধারনায়,
মানে না তোমাকে পাওয়ার কোনো শর্ত।
পানিতে ভাসমান হঠাৎ এক পানা,
মনে করিয়ে দিল কোনো এক অতীত,
মেঘের আড়ালে মাঝে মাঝে চাঁদের উঁকি,
মনটা কি সাড়া জীবন থাকবে পতিত!
হয়তো অপঘাতে হারাতে চায়,
বিশেষ কিছু লেখার চিন্তা ধারা,
স্থায়ী ঠাইটুকু কি তা পাবে না,
নাকি হতে থাকবে শুধুই দিশেহারা।
ছবি-গুগল।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৪