মনের অন্তরালে বিষাদিনী ইচ্ছেরা,
ভাগ্যের অযুহাতে হয়ে যায় অসহায়,
রাখতে পারিনা আবেগকে অদৃশ্য,
কেনো বিধাতা হয়না আমার সহায়।
বুঝতে শিখেছি যখন,
দেখিলাম চারপাশে শুধু কষ্ট,
সুখ ভেবে যাকে ধরতে যাই,
সেই করে দেয় জীবনটা নষ্ট।
জানি সহস্র কষ্ট এসেও পারবেনা,
করতে আমায় দু:খী,
অল্প সুখেই হারিয়ে বেড়াই,
আমি যে চরম সুখি।
হাসতে জানলে জীবন সহজ,
পাওয়া যায় অনেক মজা,
কান্না অনেক কষ্টের,
তা বাড়িয়ে দেয় দু:খের বোঝা।
আমার মধ্যে আমাকে আমি,
তুমি বলে ডাকি,
জানি আমি আমার আমি আমাতেই,
আমারই স্বপ্ন দেখে থাকি।