অতীত স্মৃতির আবহাওয়ার পূর্বাভাসে,
উড়ে আসে চিন্তাশীল মনোভাব,
ভাবতেই অবাক লাগে,
এটাই যেন আবেগময় চরণ আসার প্রভাব।
কি বুঝে কি বলি,
পাইনা খুঁজে সীমানার কিনারা,
এতে যদিও সুখ নেই,
তবুও এ নিয়েই আমি আত্মহারা।
রীতির বিপরীতে কার্য সমাধানের নিয়ম,
বেখাপ্পা রকমের সস্তি জোগায়,
স্মৃতির মধুরতা উদাসীনতা ভুলিয়ে,
বিভোর চিন্তাতে হারায়।
রুপান্তরের আশায় ব্যস্ত থেকে,
দিনের পর দিন চলে যায়,
কুসুম কুসুম গরম পানির গোসলে,
দেহ কি সহজে পুড়ে হায়।
ফিরে পেতে চাই ফড়িংয়ের মত,
উড়ে বেড়ানোর দিনগুলো,
প্রজাপতির ডানায় ভর করে,
তুচ্ছ দৃশ্যও লাগে অনেক ভালো।