সৃষ্টির কল্যাণে আমি পৃথিবীর সেরা শ্রেষ্ঠ জীব,
অসীম সাহস মোর, নহে আমি পরাভূত ক্লীব।
বিবেক বুদ্ধি মোর সঙ্গত কারণে করি ক্ষয়,
আমার চরিত্রর গুনে পৃথিবীকে করে থাকি জয়।
এটম বোমার শক্তি আমাতে বিরাজে,
দুর্যোগ কাটিয়ে থাকি যা আছে সমাজে।
নত করিনা মাথা কভু কারো কাছে,
সত্য সন্ধানে মন সদা ব্যস্ত আছে।
আলোতে ভরিয়া দেব যেথা অন্ধকার,
দানব নাসিব আমি এ বসুন্ধরার।
কোনো কারণেই আমি অভিজাত নই,
ভেদাভেদ টেনে মোরা মিছে বড় হই।
নিজেকে কখন যেন হারিয়ে না ফেলি,
আমাকে হারাই যদি হারাবো সকলি।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:২৭