এই সুন্দর ভুবনে খোদা তুমি আমায় আনিলে,
ভোগের সংসারে জ্বরা, ব্যাধি, মৃত্যু কেনো দিলে।
হেথা পাপ হিংসা কেন, কেন দাস দাসী,
ভোগের মশগুল কেহ, কেহ উপবাসী।
আনন্দ উল্লাসে কেহ ছুটিয়া বেড়ায়,
নয়নের জলে কারো বুক ভেসে যায়।
সুখের সামগ্রী যতো ভাগ করে দাও,
কেহ যেন কারো উপর না হয় চড়াও।
তোমার আদেশে রবি কিরণ দিতেছে,
পৃথিবীর রুপ রস জন্ম নিতেছে।
সাদা কালো মেঘ কত উড়িয়া বেড়ায়,
তৃষ্ণা ক্লান্ত ধরনীর তৃষ্ণা মেটায়।
পাহাড়, জঙ্গল, নদী, পুষ্পে ভরা গুলবাগ,
তিন ভাগ পানি আর স্থুল এক ভাগ।
উপরে ছাউনি ছাড়া কোটি কোটি কতো তাঁরা,
দিতেছে পাহাড়া যেন সারা রাত্রি ভরা।
পৃথিবীকে এত রুপ দিতে পারো যদি,
আমাকে অমর করো থাকি নিরবধি।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৪