মানুষেরে আমি কি দিলাম ভবে এসে,
এখানে আমার আসাটাই হল মিছে।
সৃষ্টি যাহারে করিল সর্বশ্রেষ্ঠ,
দিনে দিনে তাহারা হইতেছে নিকৃষ্ট।
মানুষ এখানে মানুষ মারিয়া, জীবন ঝাঁপন করে,
পশুতে কোথায় বিভেদ, সকলে এক কাতারে।
মোরা আদম সন্তান, সকলেই ভাই ভাই,
একই বাসভূমি পৃথিবী মোদের, কার সাথে মিল নাই।
কেহ থাকে গৃহে, কেহ পথে পথে, কেহ খায় কেহ খায় না,
বেঁচে থাকিবার সকলেরই আশা, মরিয়া বাঁচিতে চায় না।
মানব মনের দানব খুদার, যোগান দিতেছে যাহারা,
তাহারাও মানুষ, পশু নয়, তাহারাই সর্বহারা।
জনম আমার কেন বৃথা যাবে, পারিবো না কেন রুখিতে!
দিবসে বসিয়া দিন গুনিব না, জাগিয়া থাকিব নিশিতে।
পূর্ব গগনে রবির কিরণে, পৃথিবী হইবে রাঙ্গা,
নতুন ভুবন গড়িতে মোরা, হইয়া উঠিব চাঙ্গা।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৩