শিশুকাল বরই মধুর
থাকিতাম মায়ের কোলে
হাসিতাম, কাঁদিতাম, খেলিতাম
থাকিতাম মায়ের আচলে।
গড়িয়া ভাঙ্গিতাম বালুঘর
পাইতাম অনেক সুখ,
ঘুড়িতাম, বেড়াতাম, নাচিতাম
হইতাম না বিমুখ।
খাইতাম অনেক মজার জিনিস
পড়িতাম অনেক পড়া,
শুনিতাম, বুঝিতাম, লিখিতাম
অনেক মজার মজার ছড়া।
ভাসিতাম নদীর স্রোতে
ধরিতাম নানা মাছ,
কাটিতাম, রাঁধিতাম, বাড়িতাম
করিতাম হাল চাষ।
চালাতাম কত খেলনা গাড়ি
হাটাতাম কত পুতুল,
বাছিতাম, সাজাতাম, মারিতাম
রহিতাম সকলের আদরে তুল তুল।
ছবিসূত্র: গুগল।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৮