ঝির ঝির ঠান্ডা হাওয়ায়, জাগে অনেক ইচ্ছা,
সবাইকে জানাচ্ছি প্রথমা শীতের শুভেচ্ছা।
আলো যেমন আলোকেই করে, অধীক আলোকিত,
শীত তেমনি শীতকালকে করে, আরও কম্পিত।
শীতের সকালে কুয়াশারা যেন, ভ্রমনে বের হয়,
তারই সাথে গাছিরা রস নিয়ে ব্যস্ত রয়।
পাকা রসে গুড়ির পিঠা, স্বাদে যেন চমচম,
অসাধ্য সাধনের গোসল, লাগে কিন্তু সেই রকম।
দাওয়াত রইল পিঠা খাওয়ার, আসবেন সকলে,
নিমন্ত্রণ পেয়ে কিন্তু, থাকবেন না নীরবে।