স্মৃতির প্রখরতা বিলাসীতার রূপে,
তুচ্ছ করে দেয় অপেক্ষাকে,
অদৃশ্যে হারানো অতীত ভাষা,
খুঁজে পায় না সুখের তীব্রতাকে।
কঠিন পথে অতীত স্বপ্ন,
দেখাতে পারে আলোর ঝলকানি,
শক্তি সাহস সবই আনে,
অতীতের সেই প্রানের দিশারী।
বুকেতে থাকে উদ্যম আশা,
কিছু চাওয়া আর সান্তনার সজীবতায়,
আত্মবিশ্বাসে থাকবে না ফাটল,
কার্য সমাধান করার নিশ্চয়তায়।
ঘুরপাকে রত চিন্তার ঝর্না,
বয়ে চলেছে অবিরত,
চাপা দিয়ে রাখা যায় না তা,
কিন্তু এভাবে চলবে আর কত।
মুছে যাওয়া স্মৃতির তাড়নে,
ফুলতে থাকে আফসোসের ফুসফুস,
কঠিন অতীত কভু পিছু না ছারে,
যতই না থাকুক এ মনের হুঁশ।
ছবিসূত্র- গুগল।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪০