কষ্ট কষ্ট করে মোরা,
করছি সময় নষ্ট,
যা হবার তা হবে,
হতে থাকুক যতই পথভ্রষ্ট।
কষ্টের বাতাস লাগেনি কার,
বহে নাই কার শরীরে?
অনুভুতির ছোয়া ভেসে বেড়ায়,
ঐ দুর নীল পাহাড়ে।
সিক্ত তারল্যে প্রতিফলন হয়,
কষ্টের চিহ্নিত রেখা গুলো,
ঢেউয়ের তাড়নে কম্পন বাড়ে,
কষ্টের রং যে অনেক কালো।
ধুয়াশার আধারে লুপ্ত আলো,
স্বল্প কিছু চেতনা বাড়ায়,
একটু সুখ বাঁচতে শেখায়,
প্রবল ইচ্ছা শক্তিই কষ্টকে তাড়ায়।
অপ্রাপ্তি উপলব্ধি শেখায়,
সুখকে গ্রহন করার চিন্তায়,
বিবর্ণতার স্নায়ুকে প্রশ্ন করায়,
আবেগি মন বিভোর চিন্তাতে হারায়।