জীবনের নোটবুক বড়ই বিচিত্র,
দাবানলের কিছু অংশে পানি দেয়ার মত,
যতই চেষ্টা হোক না কেনো,
দু:খ বেদনা থাকবে অবিরত।
দু:খের বিজলী চমকিয়ে উঠে,
জীবনের আকশ্মিক ধাপে,
আলো এসে হঠাৎ চলে যায়,
অজানা ভয়ে নিশ্চিত দু:খরা শুধু কাঁপে।
আধার হয়ে কালো মেঘ যখন,
ইশারা দিয়ে ডাকে,
দু চোখের জল ফোটায় ফোটায়,
অঝড়ে ঝরতে থাকে।
বাক্সবন্ধ ইচ্ছের জুরি,
উকি মারতে চায় সুস্থ ভাবনায়,
চাবিবিহীন দু:খের তালা আটকে গেলে,
সুখ রে কি আর খুঁজে পাওয়া যায় !
কষ্টের তাপমাত্রার তীব্রতার আকারে,
সুখ দু:খের বিবেচনা হয়,
অল্প সুখকে আকড়ে ধরে,
সুখী হওয়া এত সহজ নয়।