অতীত স্মৃতির সেই প্রাণের ছোটবেলা,
ছিল মমতা ও মায়ায় সিক্ত,
তখন বোধগম্য হয় নি,
এ জীবন হতে পারে এতটা তিক্ত।
তখন ছিল না মনে,
বাস্তবের নিষ্ঠুর চিন্তা চেতনা,
অবচেতন মনে কাটাতাম সময়,
ছিল না এখনকার মত যাতনা।
অন্তরে আজ বাজে সেই,
ফেলে আসা দিনগুলোর ঢাকঢোল,
কত ছুটাছুটি, কত মাতামাতি,
কতটা প্রিয় ছিল যে, মায়ের সেই কোল।
জানিনা হঠাৎ কি করে কবে,
এতটা বড় হলাম,
সময় যেনো হারিয়ে গেল,
আমরাও পরিবর্তন হয়ে গেলাম।
হয়তো এর চেয়ে আরও বড় হলে,
ভাববো এই মুহুর্তটাকে,
এ সময়টাও যে অনেক আনন্দময়,
এসো উপভোগ করতে শিখি বর্তমানকে।