ইচ্ছাকৃত ভুল আর অপরাধবোধ,
সচেতনতার করে প্রকাশ,
উচ্চ মাত্রায় ভুলের তীব্রতা,
স্ববোধকে সর্বদা করে প্রহাস।
সুবুদ্ধি উদয় হয়,
বসত করতে চায় মনের আঙিনায়,
অপরাধী মনের কাছে তা,
বার বার শুধু হার মেনেই যায়।
এ যুদ্ধ যেনো আবেগেকে হারিয়ে,
মনেতে আনতে পারে লোভ,
তারই তাপে গলিতো হ্রদয়,
অপরাধ শেষে জাগিয়ে তোলে ক্ষোভ।
সময়ের সাথে সুবুদ্ধির প্রয়োজন,
প্রযোজন তার সুষ্ঠ প্রয়োগ,
দৃঢ়তার সাথে সুচিন্তার সুবাস,
মন থেকে অস্থিরতাকে করবে বিয়োগ।
আনন্দের অনুভুতি থাকবে সৎ চিন্তায়,
থাকবে না তাতে পাপাচার,
মানুষকে ব্যক্তিত্ববান করতে হলে,
প্রথমেই দরকার তার উত্তম ব্যবহার।