কিছু কথার অন্তরালে,
কিছু কথা খেলে লুকোচুরি,
সামান্য বিবেকের অভাব হলেই,
বুকেরে বিদ্ধ হয় আঘাতের ছুরি।
কথার মিষ্টতার বেড়াজালে,
সপ্নীল রহস্য দেয় হাতছানি,
অবুঝ হয়ে থাকলে তুমি,
কার্যকর হয়ে যাবে ফাসির বাণী।
বেশি কথার বদৌলতে অনিষ্ট যখন,
কড়া নাড়বে মনের কোঠায়,
বুঝবে না তুমি তখন,
কোন মাসে কলিরা নতুন ফুল ফোটায়।
কষ্টের স্বাদ না পেলে বন্ধু,
সুখ কাকে বলে বুঝবেনা,
কথার মাঝে সুপ্ত যে তা,
বুঝতে পারলেই হবে চিরচেনা।
কথাকে করিও স্বল্প,
করিও না তার বেশি খরচা,
ভালোটা তোমারই হবে,
শুধু করো এর একটু পরিচর্চা।