আগ্রহটা বেড়ে গিয়ে,
আত্মবিশ্বাসে দিলো হানা,
সংকটময় পরিস্থিতি উদয় হলো,
তা কিছুতেই শুনলো নাতো মানা।
স্বপ্ন যেনো ঘুমে বেহুশ,
পড়েছে তাতে মরীচিকা,
যা হয় ভালোর জন্যই,
তবে হতে হবে উত্তমরূপে উদ্যোমী সেই চালিকা।
কঠিন সময়ে জ্বলে উঠা,
ভাগ্যবানদের সহায়ক মেজাজি স্বভাব,
এমনটি করতে পারলেই,
উষ্ণতার তীব্রতায় সেই হবে একমাত্র নবাব।
দুশ্চিন্তা, ভয়, ভীতি বাধা দেয়,
সামনে এগিয়ে জয়ের পথটাতে,
অসুস্থতা নিয়ে মনে যায়না আগানো,
তাই জয়কে রাখতে হবে মাথার মগজটাতে।
যতই সংকট, যতই হতাশা সম্মুখে এসে,
ভয় দেখিয়ে যাক,
জয়ই তোমার একমাত্র লক্ষ্য,
এই চিন্তাটা সর্বদাই মনের ভেতর রাখ।