মানুষের কিছু কাজের ফাঁকে, কিছু উদ্দেশ্য থাকে,
তাই আগ্রহটাকে সামনে রেখে, বাড়াতে চায় জ্ঞানের পরিধীকে।
মানুষের স্বভাবের এই আকাংখা, সব সময় ভালো নয়,
অন্যের অনিষ্ট করার চিন্তা যখন, এই মনের ভেতর রয়।
দেখিবার, জানিবার ও বুঝিবার, বিভিন্ন রুপে ও ছলে,
বিচিত্র কৌশলে তারা সর্বক্ষণ, থাকে ডানা মেলে।
মানুষ ভাবে না কেনো, কি তাহার দোষ,
অভাগারাই ভোগে শুধু, আর করে আফসোস।
জ্ঞানের পরিধী আজ, বাড়িয়াছে কত,
তবু কেনো জ্ঞানহীন, হয় শত শত।