ধীরে ধীরে শিশু গণ বয়ঃপ্রাপ্ত হলে,
ষড় রিপু সাথে সাথে উঠে ডানা মেলে।
কাম, রিপু তাড়নায় আসে ছটফটানি,
কৌতূহল বৃদ্ধি করে সর্বনাশিনী।
এ রিপু যৌবন কালে প্রশ্রয় পাইয়া,
স্ব-স্বর্গ রচনা করে বধির হইয়া।
ভোগ বিলাসের নানা চিন্তা দানা বেধে উঠে,
অন্ধকারে পথ চলে, যায় ঘাটে ঘাটে।
ইহা আনে দেহে ক্লান্তি মনের অবক্ষয়,
ভালো চিন্তা করিবার তখন থাকে না সময়।
কুচিন্তা অন্যায় ভাবনা আনিয়ো না মনে,
স্বর্গ সুখ লাভ হবে, থাকিয়া ভুবনে।
অমর হইতে চেষ্টা করো অবিরত,
রিপুর বশেতে দেহ হইবে না ক্ষত।
ন্যায় সঙ্গত ভাবে করো ব্যবহার,
ইহাই উদ্দেশ্য হোক জীবনে তোমার।