ইট পাথরের রুক্ষ প্রলয় -
রাত্রি ঘনায় নির্জনতায়
সড়ক বাতির ক্লান্ত আলোয়।
অপেক্ষার ই প্রহর কাটে-
তাকিয়ে থাকা নীল জানালায়-
আসে যদি তোরই চিঠি
লেখা কথার পংক্তি মালায়।
প্রহর পেরোয় চুপি চুপি-
নিঝুম চোখে ঘুমের মায়া ....।
ইচ্ছে স্বপন আবির মাখায়
অলীক হলেও -তোর ই ছায়া ।
শব্দ কথার ঢাল বানিয়ে
তবুও কেন লুকিয়ে থাকিস
বুঝতে পারিস? চাইছি তোকে?
যত্নে না থাক- হেলায় রাখিস।
ভোরের আগেই হয়তো কোথাও-
ভুল ডেকে যায় রাতের পাখি-
মনের গহীন আশায় ভ'রে
তোর ই চরণ বক্ষে রাখি ।
প্রভাত আলোয় চমকে উঠি.......
মিছেই আশায় এ বুক বাঁধি
আসবে আবার আরেকটি রাত -
ভুল করে তুই ফিরিস যদি.....।
(অনেকগুলি প্রহর কেটেছে এই কম্পিউটারের সামনে বসে, কারো কথার অপেক্ষায়, কোন ব্লগের আশায়! মনে হলো- সেই ধ্বনি গুলি কোন ভাবে যদি কবিতায় তুলে আনা যেতো!)