স্বপ্ন শোক
এখানে,
আমার স্বপ্ন গুলো হল মরিচিকা আজ,
অশ্রু-নদীর জল হল সব ধুসর।
আমার পৃথিবীতে ফোটা কোন ফুলে,
আর সাজবেনা তোমার বাসর।
এ দু`চোখে আর হবেনা দেখা,
স্বপ্ন সুখে উন্মাদ এক চঞ্চল কিশোরি।
স্বপ্নে বিভোর অবুঝ হৃদয় বাজাবেনা,
কল্পলোকের সুরে মধুর বাঁশরী।
সুখ নদীর আছে যত জল,
সব ধীরে বয়ে চলছে সাগরে।
পুরনো পথে তার ফিরে আসা হয়না,
ঢেউ হয়ে আর মেশা হয়না পাহাড়ে।
ওখানে,
রঙধনুর রঙে সাজাতে আপন ভূবন,
কাটবে তোমার আটটি প্রহর অস্হিরতায়।
আর স্মৃতির ভেলায় ভেসে থাকা এমন,
নীরব আঁধারে গুমরে মরবে বিপন্নতায়।
-----------------------------------------------------------------------------
এমনটি লেখার কোন কারণ ছিলনা,,,ইচ্ছে হচ্ছিল লেখার তাই লিখলাম

সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১০ বিকাল ৫:৪২