বাজা রে ঢাক বাজা, দে রে সব উলু দে,
বছর ঘুরে আবার মা এসেছে।
বাজা রে ঢাক বাজা, দে রে সব উলু দে,
বছর ঘুরে আবার পুজো এসেছে।
শারদ প্রাতে জগত মাতে
জয় জয় জয় শ্রীদুর্গা মা।
মন করে আনচান,
এবারের পুজোর প্লান,
এ হৃদয় অঞ্জলিতে তোমায় জিতে নেব।।
শারদীয়া বঙ্গ সাজে, কপালের লাল টিপে,
জমেছে দুর্গাপূজা; এলো কে মণ্ডপে!
আমি যে যাচ্ছি ভেসে প্রেম নদীর জোয়ারে,
হাবুডুবু খাচ্ছি প্রেমে- বাঁচাও সখি আমারে।
মন করে আনচান,
এবারের পুজোর প্লান,
এ হৃদয় অঞ্জলিতে তোমায় জিতে নেব।।
সব কারণের কারণ তুমি শিবদূতী মা,
বিষ্ণুমায়া, নারায়ণী, দশভুজা, প্রতিমা।
বেদমাতা, বিশ্বত্রাতা- ত্রাণ করো মা আমারে,
করজোড়ে ডাকি আমি শ্যামামাগো তোমারে।
মন করে আনচান,
এবারের পুজোর প্লান,
এ হৃদয় অঞ্জলিতে তোমায় জিতে নেব।।
Song : Baja Re Dhak Baja
Singer : Dripto, Protap & Tanmay
Lyric : Mintu Bhadra
Tune & Composition : Bijoon Roy
Video Direction : Ashim Saha
Casting : Shoumik & Mitu
YouTube Link :
https://youtu.be/qP68ibCLJUI
FB Link : Click This Link
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৮