এই মেয়েটি, আমার ঘরের লক্ষ্মী হবি?
আমায় কি তুই তোর ঘরাণার প্রেম শেখাবি?
শ্রাবণ এলে থৈ থৈ থৈ নদী হয়ে
আকাশ জুড়ে বৃষ্টি হওয়া মেঘ জড়ায়ে
পাড়ায় পাড়ায় অবসরের স্বস্তি হবি?
স্নিগ্ধ আলোর মিছিল নিয়ে জনস্রোতে
স্লোগান স্লোগান কাঁচা মরিচ ঝাল ঝাঁজেতে
পদে পদে মুখরতার সাম্যবাদী দাবি হবি?
যখন আসে জগৎ জুড়ে ক্ষুধার আহাকার
মৃত্যু মুখের দু'ফোঁটা জল পরমামৃতসর।
অমনি কালে ছাপোষা সব জনমনের অভয় হবি?
আমার উৎস আমার বৎস এ সকলই তোর
আর যা আছে সকাল, দুপুর, রাত্রি হয়ে ভোর
এসব একটু তোর কাছে কি সযতনে রেখে দিবি?
এই মেয়েটি তুই কি আমার সব হবি?
রক্তবীজের অসুর গুলো যখন উঠবে বেড়ে
মানব মনের প্রশান্তি সব নেবে যখন কেড়ে
তখন কি তুই অসুরনাশী দেবী হবি?
যখন স্বপ্ন গুলো খুব জ্বলাবে নিশাচরী রোগ বাধাবো
কর্মযোগীর পন্থা ছেড়ে অন্য কোথাও পা বাড়াবো
তখন কি তুই আমায় একটু ঘুম পাড়াবি?
এই মেয়েটি আমার সকল সফলতার চাবি হবি?
যখন আমার বাতায়নে সুখের বাতাস বয়
মনের কোণে গভীর প্রেমে শুধু তোরই কথা কয়
তখন একটু সুখ বাঁচাতে ভালোবেসে কাছে আসবি?
ও মেয়েটি তুই কি আমার নাম না বলা ওগো হবি?
এই মেয়েটি, আমার ঘরের লক্ষ্মী হবি?
এই মেয়েটি || মিন্টু ভদ্র
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫