রক্তদান একটি মহৎ দান। রক্তদানের মত এরুপ পবিত্র দানগুলো মানুষকে আরও বেশি আত্মবিশ্বাসী ও মহৎ প্রাণ হতে অনুপ্রেরণা যোগায়। আর যিনি রক্ত গ্রহণ করেন তিনি ফিরে পান সুস্থ জীবন। এটা সত্যিই অনেক সুখের, আনন্দের।
বেশিরভাগ মানুষই রক্তদানের সংখ্যা প্রকাশ করতে যেয়ে বলে, "আমি ১১ বার রক্ত দিয়েছি বা ৬ষ্ঠ বারের মত রক্ত দিলাম, ইত্যাদি"। এই সংখ্যা প্রকাশের বিষয়টি অন্য সম্ভাব্য রক্তদাতাদের অনুপ্রেরিত করে। আবার যারা অল্প কয়েকবার রক্ত দিয়েছেন তাঁদের আরো দান করতে উৎসাহিত করে।
কিন্তু আমি এটার বিপক্ষে অবস্থান নিলাম। প্রথমত, যেটা আমি দান করেছি সেটা নিঃস্বার্থ ভাবেই করেছি। সেখানে আমার প্রতিদান পাওয়ার কোন ইচ্ছা কেন থাকবে! আর যেটা দান করলাম সেটা সংখ্যায় গুনে রাখলেও একটা অহং জন্ম নিতে পারে।
দ্বিতীয়ত, আমি আমার রক্তদানের ক্রম/সংখ্যা ভুলে গেছি। চেষ্টা করলাম অনেক স্মরণ করার, কিন্তু ব্যর্থ হলাম।
তৃতীয়ত ও সর্বশেষ, আমার জন্মদাতা এবং জন্মদাত্রী যদি জানতে পারে যে, "আমি প্রায় ৫-৬ লিটার রক্ত দিয়ে ফেলেছি" -তবে তাহাদিগের মস্তকে আকাশ ভাঙ্গিয়া ঝপঝপ করিয়া ঝরিয়া পড়িবে। তাহাদিগের কিঞ্চিত দুঃখেরও কারণ হইতে চাহি না।
প্রতিটি রক্তদাতার জয় হোক।
০৪/০৮/২০১৭
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১১