ইচ্ছে হলে তুই আকাশ হতে পারতিস,
তোর আকাশে থাকতে পারতো উজ্জ্বল সূর্য,
সাদা মেঘ কিংবা চাঁদ তারকার মেলা।
দস্যি ছেলের রঙ্গিন ঘুড়ি এলোমেলো
ঝড়ো হাওয়ায় ডাক দুপুরে তপ্ত রোদে,
হতে পারতিস আপন ভুলা বাউল কবি।
হতে পারতি সবুজরঙের একটি গ্রাম
অনায়াসে চাইতি যদি মন দিয়ে তা,
পাখপাখালির সঙ্গেসঙ্গে উড়তে পারতিস
সীমানা হীন যখন তখন যেথায় সেথায়।
হতে পারতিস দেশ সেরা কেউ, বিশ্বজয়ী;
গর্বে বাবার দুচোখ বেয়ে জল ঝরতো।
অত কিছু না বুঝে মা, বাবার কাছে প্রশ্ন করত।
হতে পারতিস উত্তরপত্র, ডান-বামেদের আদর্শ
মন কাপানো, মাঠ কাপানো অরুণ ভাষণ।
হতে পারতিস এক পৃথিবী সুখের কারণ,
আর দুঃখ ব্যথার মহৌষধী ঝান্ডুবাম।
হতে পারতিস দিগ্বিজয়ী সন্ন্যাসী এক
মন জগতে ভালোবাসার বিষুবরেখা।
কিন্তু এতকিছু থাকতেও তুই কিছুই হসনি,
কেবল 'তুই' হয়েই আছিস সারাটা সময়, সব সময়।
ওসব তুই এখনও হবি, তোর পাশেতো আমি আছি
তুই থাকবি জনম জনম, তুই থাকবি বারোমাসই।
বন্ধুকাব্য ||
০৬/০৮/২০১৭
(বন্ধু দিবস উপলক্ষে)
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৬