বৃষ্টি এলেই বালিকা তোর বৃষ্টি স্নানের খেলা
খোপা করা চুল ছেড়ে দিস শাওন দুপুর বেলা।
অচেনা এক মুদ্রাতে তুই নেচে উঠিস বৃষ্টি তালে
খুব মনোযোগ হেসে উঠিস টোল ফেলানো গালে।
পাতার উপর বৃষ্টি নামে, ফুলের উপর জল
বর্ষা নামে এ পাড়াতে, তোর মনে টলমল।
আনন্দের এ বৃষ্টিস্নানে আমার যাওয়া মানা
দূর হতে তাই দাড়িয়ে দেখি, শ্যামল বরনা।
বাদলা ফোঁটায় জমে উঠে মনের চারিকোণ
তুই বালিকা সামনে এলেই আমি গহীন বন।
বৃষ্টিস্নান ||
২৪/০৭/২০১৭
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৭ রাত ৩:২৮