ওরে আমার মন ভালো নেই মেঘ জমেছে মনের কোণে
মনের হরিণ বনে গেলো খুঁজি তাঁরে বনে বনে।।
ঘুমের দেশে চুপিচুপি আলাপ জমে
বলতে গেলে মনের কথা যাইরে থেমে
কেমন করে বাঁধি তাঁরে দারুণ প্রেমে
তারায় তারায় আকাশ জুড়ে মনে মনে।।
মন পিঞ্জরে দুঃখ বিলাস যুক্তি করে
আমার সাথে তোমার দেখা নদীর তীরে
নদীর দুঃখ আমার দুঃখ অন্তঃপুরে
বন্ধু কেবল সুখ সোহাগি ক্ষণে ক্ষণে।।
আমার একটি গোলাপ ফুলের খুব প্রয়োজন
রাতজাগা এক ভোরের পাখির গান আয়োজন
মন হরিণের খোঁজ পাওয়াটা জিয়ন মরণ
মন ভালো নেই মন ভালো নেই, আকিঞ্চনে।।
মন ভালো নেই ♪♪গীতি কবিতা
২৪/০৫/২০১৭
নারিকেল বাড়ীয়া
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৭ রাত ৩:৪০