আহা "যশোর বিভাগ" ভাবতিই ভাল্লাগে
যে যাই কন কনগে যায়ে, আমরাও বিভাগ চাই। আমরাও কিন্তু যশোর রে বিভাগ চাই। সব জিলার লোক চাচ্ছে, আবার পাচ্ছেও! রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা সবই এই সরকারের আমলে তৈরি বিভাগ (আর নতুন করে কোন্ডা হয়েছে জানিনে )।
বড়করে আন্দোলনে নামতি হবে যশোরবাসী! যশোর বিভাগ বাস্তবায়ন সংগঠন (যশোর.ইনফো jessore.info)সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানেরে ধন্যবাদ। ১৯৮৫তে বৃহত্তর যশোর ভাংএ নতুন তিনডে জিলা হলো। এই নড়াইল, মাগুরা, ঝিনেদা আর যশোর জিলা দিয়েই দিব্যি যশোর বিভাগ হয়ে যায়! সাথে চুয়াডাঙ্গা, মেহেরপুর আর কুষ্টিয়াতো বুনাস হিসেবে থাকলোই।
কেউ কেউ কচ্ছে "পাশেই খুলনা এই কারণে হবে না"। ঢাকার সাথেতো ফরিদপুরেরও সীমানা রয়েছে(!) তালি সিডা হলো কি করে! আর সীমানা থাকলি থাকপে সমেস্যা কি? আমাগের বিভাগ চাই ই চাই।
চালিই যহন পাওয়া যায়, তহন চালি আর কী দোষ! চায়ে থুই কওয়াতো যায় না....
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৭ রাত ৩:৫৪