মাঝে মাঝে ইচ্ছা হয় তোমার আর আমার মাঝে একটা মস্ত বড় আয়না রাখি।
বেশ কিছুদিন আগে একটা সিনেমায় দেখেছিলাম আয়নাটা।
একপাশে দাঁড়িয়ে তুমি তোমার সবচেয়ে আপনজনকে দেখবে প্রতিদিন।
আর অন্যপাশ থেকে আমি আমার প্রিয় মানুষটিকে আয়নাবন্দী করবো।
আমাদের মাঝে কতো মিল দেখো, আমাদের দু’জনের প্রিয় ব্যক্তি একই – ‘তুমি’।
ঠিক জানি, একদিন ভাববে কেউ একজন অনেকদিন তোমার খোঁজ করেনা।
অন্য পাশের আমি যে তোমার সর্বক্ষণের প্রহরী সে তো আর তুমি জানোনা।
তুমি আমাকে খুঁজবে, প্রতিদিনের কাজে ঠিকই আমার অস্তিত্ব অনুভব করবে।
রাগ আর জিদটা একটু না হয় বেশিই আমার, ভালোবাসায় তো ঘাটতি নেই।
অমন করে তোমায় আগলে না রাখলে কোথায় যেতে তুমি?
সারাক্ষন বাতাসে থেকে যেমন বাতাসের ত্যাগ বুঝা যায়না, তুমিও পারনি বুঝতে।
তোমার জীবনের বাতাসটাকে তাই কাঁচবন্দী করে তোমায় খুব শাস্তি দিবো।
প্রতিদিনের আরশীতে নিজের চেহারা দেখতে দেখতে একদিন বুঝবে জানি,
তোমার সব চাইতে প্রিয় মানুষটি আর তুমি নও, সে হচ্ছে আমি।