বয়সটি তার কুড়ির বড়, যায়না দেখে বোঝা
বললে সোজা উল্টো বুঝে, উল্টোতে পায় সোজা।
দিন-দুপুরের লোকের ভীড়ে অভিমানে কাঁদে
আদর করে যেই ছুঁয়েছি অমনি বিবাদ বাধে।
হাল হারিয়ে যখন আমি নৌকা ফেরায় তীড়ে
তখনই তার হৃদয় গলে ডাকে আপণ নীড়ে।
ঠোঁট ফুলিয়ে ব্যাথার ভারে চোখ ভাসিয়ে বলে,
"এতো বড় ভুলের দাবী কেমন করে নিলে?"
ছলছল চোখে যে তার বেরং জলের ছায়া,
সেই ছায়াতে কাজল আঁখি ছিনায় সকল মায়া।