আমায় ঘিরে জীবন লিখো, বন্দী বইয়ের পাতায়
আমার সব গল্পগুলো প্রাণ যেন পায় গাঁথায়!
কেউবা পড়ে মুখ ডুবিয়ে, কেউবা জগৎ ভুলে
কেউবা আবার ছন্দ বলে খোঁপার বাঁধন খুলে!!
সেই যে তোমার গল্প মাঝে আমার দীঘল চুল
মেঘ ভেবে যে ছুঁতে গেলে! করবে কতো ভুল?!
আচ্ছা বাপু তুমিই বলো কেমন করে হলো?
মেঘ কি আবার হতে পারে চুলের মতো কালো?
যত্ন করে শ্যাম্পু করি, তারো আগে তেল
ঘন আমার কালো কেশে নেইতো মেঘের খেল!!
মনে আছে সেই কবিতা লিখেছিলে তুমি?
“তোমার ওই গোলাপ ঠোঁটে বারে বারে চুমি!”
ছি ছি! এসব কেমন কথা, জানবে কেন সবাই?
তোমার কিসব ভক্তসমাজ, যাচ্ছে পড়ে ধোঁকায়!
ধূসর রংগা আমার ঠোঁটে রং পেলে গো কোথায়?
এমন সব মিথ্যে কেন বলছো কথায় কথায়?
আরো আরো মিথ্যে কতো লিখছো কেন রোজ?
এসব পড়ে বইমেলাতে পরে তোমার খোঁজ?!