বারো মাসের বর্ষাকাল আমার চোখের নীড়ে
খুঁজে বেড়ায় পলক ভুলে, মনের মানুষ টারে।
রাত্রি কাটে নিদ্রা বিহীন, দীর্ঘশ্বাসে ভারী
দেওয়াল গুলো কান পেতে রয়, শুন্যতাতে পাড়ি।
শ্রান্ত হয়ে ভোরের বেলা যেই লেগেছে চোখ
বুকের মাঝের পুরান ব্যাথা জাগায় পুরান শোক!
কোথায়, কোথায়, কোথায়, তুমি এলে বুঝি দ্বারে?
একটি তরুণ রক্ত গোলাপ নিয়ে আমার হারে?
ওগো তুমি যাওগো জেনে হার মেনেছি আমি
ভীষণ ভীষণ ভালোবাসি জানে অন্তর্যামী।
মনে পড়ে স্বর্ণ বিকেল, আগুন ঝরা দিন?
আমার কোমল ঠোঁটের কাছে চেয়েছিলে ঋণ।
করপটে নিয়ে গেলে অবহেলার হাসি
বসন্ত সে বিকেল বেলা বাতাস সুবাসী!!
আজো তেমন বিকেল বেলা, তেমন সুবাস বয়
পাথর এই হৃদয় আমার নিত্য হবে ক্ষয়।
ক্ষয়ে ক্ষয়ে আজ যে দেখো কৃষ্ণ চূড়া ফুল
হৃদয় মাঝে নিত্য ফুটে তোমাতে আকুল!!