পদ্ম তুলতে দিঘীর জল আরশী হতো আমার
এলো চুলে আপন ভুলে প্রতিক্ষাতে তোমার!!
ছায়া পড়ে দর্পণেতে আবার হারায় কোথায়?
তোমার ছায়া পেলামনা তো, দিবস গেল বৃথায়।
পদ্মে পদ্মে গাঁথি মালা, কথায় কথায় পদ্য
কোনটা খুব সহজ সরল, কোনটা দুর্বোধ্য।
তোমার কথা তোমার ব্যাথা তোমার ভাবনা
পদ্য মাঝে দিতাম গড়ে মনের আলপনা।
তুমি তুমি, ওগো তুমি এবার দেখা দাও
বেসুরো এই কথামালা গানে ভরে যাও।
জলের মাঝে কার ছায়া গো এলে বুঝি তুমি?
জলের আয়না, তার ললাটে বারে বারে চুমি!!
ঘাটের তীড়ে পুলক মনে বসে তোমার পাশে,
কথা সাজাই পদ্য বানাই শুধুই মনের আঁশে।
মুখটা তুলে যেই চেয়েছি একটু অবকাশে
মুগ্ধ কিছু শ্রোতা সেদিন ছিলই আশে পাশে।
হাতের তালি ছন্দ হলো, গরব এলো মনে
আমার কথা ছড়িয়ে পড়ুক যেন জনে জনে।
লেখার নেশায় মত্ত থাকি, দিঘী আজো আছে
তোমার কথা কখন কোথাও কেউ না বলুক পাছে!!