বিচ্ছেদেতে তপন জ্বলে, বারিদ কেন নাই?
তার বিরহে জ্বলছে ধরা আগুন যেন গায়।
বাতাস জ্বলে, আকাশ জ্বলে, বাতাস লেলিহান
প্রণয়ীণি বারিধারা গাইছে না তো গান!!
হয়তো সেদিন জৈষ্ঠ্য মাসের সাতটি দিন গত
দাবদাহেতে মানবকূল মাথা করে নত!
আয়রে আয় বৃষ্টি ধারা, রবির চিরসখী,
তোর বিরহে দিনমণির আগুণময় আঁখি।
একটু দেখার সুখের লাগি শোকের বহ্নিরূপ
সেই শোকেতে বাতাস যেন হয়ে আছে চুপ।
সকাল গেল সাঁঝ যে এলো, কোথায় বর্ষাধারা?
বিরহী সুর্য টাও পশ্চিম কোণে হারা।
অভিমানী মেঘ দুহিতা এলে কেন এখন?
আকাশ বাতাস কাঁদিয়ে এলে, সুর্য ডোবার ক্ষণ!!
(ছাতা এবং মাথা)