প্রথম সংবাদটা পাই, আমার ইউনিভার্সিটির রুমমেইট ইরানের কাছ থেকে। ইরান ফোন করে বলে " হাসানের ছেলে সানিম খুবেই অসুস্ত' । এক জটিল রোগ ভর করেছে সানিমের ছোট দেহে। রোগটির নাম পালমনারি এট্রেসিয়া। একটি কঠিন হৃদরোগ। এদেশে রোগটির কোন চিকিৎসা নেই। তুলনামূলক কম খরচে ভারতের বেঙ্গলরে চিকিৎসা সম্ভব। এরজন্য তিনবার হার্টের জটিল অপারেশন করতে হবে। ব্যয় হবে ২৫ লক্ষাধিক টাকা। ইরানের কাছে বিস্তারিত জানার পর আমার বার বার মনে পরছে সানিমের কচি মুখটার কথা। বুকের মাঝে কেমন যেন একটা কষ্ট মাথা চাড়া দিয়ে উঠলো। হাসানকে ফোন করলাম 'হাসানের শীতল কণ্ঠস্বর আমার দু চোখ ভিজিয়ে দিল"। ওকে শুধু বললাম" আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে"আর কোন শব্দ বলতে পারলাম না। কিইবা ওকে বলার আছে। যার একমাত্র সন্তান মৃত্যুর দিন গুনছে, তাকে কিভাবে সান্তনা দেয়া যায় সে ভাষা আমার জানা নাই। সানিমের মায়ের কথা ভেবে বুকের ভেতরটা হুহু করে কেঁদে উঠলো, কিভাবে বেচারির দিন কাটছে। এতদিনে নিশ্চয়ই কেঁদে কেঁদে চোখের পানি সব শুকিয়ে ফেলেছে। গত জানুয়ারিতে ময়মনসিংহে যাই ইউনিভার্সিটির সুবর্ণ জয়ন্তীতে। আমারা সব বন্ধুরা মিলে হাসানের পরিবারের সাথে দুইদিন কাটাই। তখনেই সানিমকে প্রথম দেখি।অসম্ভব চঞ্চল উচ্ছল। সারাক্ষণেই আমাদের সাথে সাথে থাকতো। সবসময় ছবি তুলতে চাইত। দুদিন আমাদের বেশ মাতিয়ে রেখেছিল ।খুব আল্প সময়ের মধ্যেই সামিন আমাদের সবাইকে আপন করে নিয়েছিল। সেই সামিন
অসুস্থ হয়ে কষ্ট পাচ্ছে। আমাদের ছেড়ে চলে যাবে এটা কিছুতেই বিশ্বাস করতে পারছিনা। আমরা কি কিছুই করতে পারবোনা!
সানিমের বাবা হাসানুজ্জামান ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট(BINA)তে কর্মরত একজন কৃষি বিজ্ঞানী।যারা এই পেশায় আছেন তারাই শুধু বুজবেন। অন্য সরকারি চাকরির মত অবস্তা না।বেশি কিছু বলতে পারছিনা। বেশি কিছু বললে পেশার অমর্যাদা হবে।হায়রে দেশ!! তাছাড়া হাসান বাক্তিগত জীবনে একজন honest অফিসার। ছাত্র জীবন থেকেই জরিত ছিল বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। হাসান "বাঁধান"(স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) এর একজন একনিষ্ঠ কর্মী ছিল। রক্তের অভাবে অসহায় মানুষের দাঁড়িয়েছে বার বার নিজের রক্ত দিয়ে।
আজ হাসান অসহায়। একমাত্র ছেলের জীবন বাঁচাতে টাকার প্রয়োজন।আমারা হাসানের বন্ধুরা ও শুভাকাঙ্ক্ষীরা চেষ্টা করছি কিছু একটা করার। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করে দেখি আল্লাহর আশীর্বাদে সানিমকে বাঁচাতে পারি কিনা। আপনাদের সকলের সহযোগিতাই সানিমকে দিতে পারে নতুন জীবন।ফুঁটাতেপারে মায়ের মুখে হাসি।
সহায়তার জন্যঃ
Account Name- Md. Hasanuzzaman
Saving Account No.- 156.101.119461
Dutch bangle Bank Limited
Mymensingh.
যোগাযোগঃ
Md. Hasanuzzaman
Scientific Officer
Bangladesh Institute of Nuclear Agriculture(BINA)
Mymensingh.
Mobile: 01712242797
E-mail: [email protected]
**** ১৭/০৩/২০১৩, ৮:৫৬ - উপরোক্ত মোবাইল নম্বর বিকাশ করা হয়েছে।
[img|http://ciu.somewherein.net/ciu/image/111172/small/?token_id=b1f1ad0d48fa7b5235de5b8e5d991d90
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬