কখনও হতে চাই নি মাথার গোলাপ
কখনও হতে চাই নি হাতের বকুল
হতে চেয়েছি পথের ধারে পরে থাকা শিউলি
যাতে আগলে রাখতে পারি তোমায় ওই পিচ ঢালা পথ থেকে
জানি রক্তাক্ত হব আমি মিশে যাব মাটির সাথে
ভয় পেয়ো না তাতে আমার একটুও কষ্ট হবে না
কেননা তোমার ওই কষ্ট টুকু সহ্য করার চেয়ে
আমার এই রক্তাক্ত হওয়ার কষ্টটা যে অনেক কম.........
(লিখতে চাই কিন্তু কেন জানি মনে হয় এসব আমার দ্বারা হবার নয়,তবুও লিখলাম ভুল হলে ক্ষমা সুন্দর ভাবে দেখবেন.......)
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:১৩