আমার ভালো লাগা এই ঈদের একটি নাটকের নাম "এবার তোরা একটু মানুষ হ..."
নাটকে একজন বৃদ্ধ শিক্ষক তার ১১ জন ছাত্র কে চিঠির মাধ্যমে পুরনো স্কুলে আসতে বলে।
চিঠিতে ডাকার কারন -ফোন ও ম্যসেজে করলে হয়তো সবাই ভুলে যাবে কিন্তু চিঠি টা দেখলেই তাদের মনে পড়বে তাদের শিক্ষক তাদের ডেকেছে।
সবাই এসেছে চিঠি পেয়ে-
তাদের মধ্যে কেউ সিনিয়র কেউ জুনিয়র এবং ১১ জনই কোন না কোন পেশায় আছে।
কেউ ডাক্তার,ছাত্রনেতা,সাংবাদিক,নায়ক, পুলিশের উচ্চতম কর্মকর্তা,রাজনীতি বিদ,
সন্ত্রাসী,ইংলিশ মিডিয়ামের পরিচালক, হজ্জে লোক পাঠায় এবং
//এল জি ইডি// এর কর্মকর্তা।
তাদের শিক্ষক তাদের সবাইকে ডেকে তাদের ভুল গুলো বুঝিয়ে দিচ্ছে।
ডাক্তারের ভুয়া রিপট,ছাত্রনেতার হাতে চাপাটি ও মেশিন,পুলিশের দূর্নীতি ও অন্য বিষয় নিয়ে কথা বলছে..
এবং তাদের এই বিষয় গুলো ছেড়ে দিতে বলছে।
কারন শিক্ষক যখন দেখছে তার ছাত্র এই কাজ গুলো করছে তখন তার খুব খারাপ লাগে।
নাটক টি না দেখলে দেখে নিন-এবর তোরা মানুষ হ..
আশাকরি ভালো লাগবে।
চিঠিকে এখনও মানুষ গুরুত্ব দেয়।
এইতো কিছু দিন আগে সমাজ সেবার অনলাইন এডমিট থেকে বেশি গুরুত্ব দিলাম রেলওয়ে চিঠিকে।
১. ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫ ০