আর কয় দিন পরে ঈদ। এখন ঈদের খুশি, আনন্দ নিয়ে পোস্ট আসার কথা, রমজানের ঐ রোজার শেষে গান আসার কথা। কিন্তু ব্লগে আনন্দ নাই। কারবালার মতো অবস্থা।
ব্লগ বড় আন্ধার আন্ধার লাগে। জ্ঞানগর্ভ পোস্ট কম। কমেন্ট নাই।
ব্লগে লোকে উল্টা পাল্টা লিখে ভাসাইয়া দিতেছে, দেখার কেউ নাই, শিখানোর কেউ নাই। বড় দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সব দেখতে হচ্ছে।
যা হোক, আশা করি কাল পরশুর মধ্যে এই অবস্থার উন্নতি হবে। হেভিওয়েট ব্লগাররা ফিরে আসবেন।
অপেক্ষার প্রহর গুলো বড় লম্বা মনে হচ্ছে। এই দুঃখের দিনে আসেন দুঃখ গুলো ভাগ করে নেই। গান শুনি।
আমার পছন্দের কিছু গান (এবং একটা কবতে) নিয়ে আজকের আয়োজন। আপনাদের কোনো পছন্দ থাকলে জানাতে ভুলবেন না। শুরু করা যাক তাহলে আজকের আসরঃ---
আমার খুব পছন্দের গান
এটা গান না, কবিতা, এটাও খুব ভালা পাই:
আমি যখন বন্দি তখন আমাকে বক দেখিয়ে যদি কেউ চলে যায় তখন কেমন লাগে?
ভয় পেলে চলবে না, দাবি আদায় করে ছাড়তে হবে-
*ডুর দৌড় জানা আছে। আমারে আটকায় সিরাম জেলখানা এখনো তৈরি হয় নি।
দিন ফিরবে-
সাথে থাকুন। আগামিকাল সন্ধ্যায় আসছে আমার ডায়েরির পাতা থেকে নেয়া স্মৃতি কথা- যখন জেনারেল ছিলাম । কাল সামুর পাতায় আসতে ভুলবেন না যেনো।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:২২