জেনারেল হব আমি তাইরে নাইরে না
জেনারেল ব্লগারের জীবন হয়না তুলনা
হাজার হাজার পোস্ট দেবো, লাখ লাখ কমেন্ট ;
ভক্তরা বলেন লাইক -এনকোর, গুরু বলেন দ্যাখ! দ্যাখ!
রুখবে আমায় আছে কেউ? মোডুর দৌড় আছে জানা;
এর আগে জেনারেল করে- তিন দিনে কান ধরে দিলো ক্ষ্যামা।
প্রথম চার লাইন ওয়াল্ট ডিজনি এর পিনোকিওর ডক্টর আসাদুজ্জামানের বাংলা অনুবাদের এক দুলাইন বদলে দিয়ে লেখা। পরের দুই লাইন আমার মৌলিক রচনা ।
@ প্রিয় মডু, আমি নিজে ব্যান খাওয়ার আগে ভালো হয় আমাকে সাময়িক ব্যান করে দেন, রমজান মাসে আমার পোস্ট দেওয়ার, নিজের পোস্টে কমেন্ট করার বা অন্যের পোস্টে কমেন্ট করার ক্ষমতা রহিত করে দেন। যাহারা ব্লগের বাতি জ্বালাইয়া রাখেন তাহারা না থাকিলে অন্ধেরা দেখিবে কেমন করিয়া?
@ প্রিয় মডু ২- সাধারন ব্লগার এর পক্ষে পোস্টের টাইটেল দেখে, পোস্ট দাতার নাম দেখে বা যে কয় লাইন প্রথমেই স্ক্রিনে ভেসে ওঠে তা দেখে একটা পোস্ট এড়িয়ে যাওয়া সম্ভব; কিন্তু আপনাকে সকল পোষ্ট পড়তে হয়, এমনকি জেনারেল ব্লগাররা ভেতরের পাতায় যে পোস্ট দেয় আপনাকে তাও পড়তে হয়। তিরিশ দিনে আপনার জাহান্নাম থেকে মুক্তি নাই। আপনি সারা বছর রোজা রেখে দেখেন। আপনার জন্য অফুরান সমবেদনা।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৯:১১