মকবুল সাহেব দুপুরের খাওয়ার পর একটু গা এলিয়ে শুয়ে ছিলে। ভুভুজেলার শব্দে আঁতকে উঠলেন। সামনে ছেলে এবং স্ত্রী , দুজনেই চিৎকার করে উঠল-- সারপ্রাইজ!! হ্যাপি বার্থডে!!! মকবুল সাহেব ফ্যাকাশে মুখে একটু হাসি ফুটিয়ে তোলার (ব্যর্থ) চেষ্টা করলেন।
মকবুল সাহেবের মনে পড়ে গেল আজ তার ৫২ নম্বর জন্মদিন। এই নিয়ে তিনি একটু কুণ্ঠায় আছেন। তার ৪৮ বছরের স্ত্রীকে কোনভাবেই মনে হয়না ৩০ এর উপরে বয়স, দুজনকে পাশাপাশি কাপল হিসেবে গত কবছর ধরেই একটু বেমানান দেখায় । এইজন্য জন্মদিনটা কোনোভাবে নিরবে কাটিয়ে দিতে পারলেই বাঁচেন। তবে নানা কারণে আর হয়ে ওঠে না। এবারো মনে হয় আর হলো না ।
স্ত্রী এবং ছেলের হাতে একটি প্যাকেট, রিবন দিয়ে বাঁধা । ছেলে বললো --বাবা তোমার জন্মদিনের গিফট। আমরা দুজন মিলে পছন্দ করে নিয়ে এসেছি। দেখো।
মুখে হাসি নিয়ে মুকুল সাহেব প্যাকেট খুললেন। একটা ব্লুটুথ সেনহাইজার হেডফোন। দাম তো অনেক হবে। স্ত্রী যেনো ওনার মনের ভাব বুঝতে পেরে বলল- ডিসপ্লেতে ছিল। তার উপর সেল। অর্ধেক দামে পেয়ে গিয়েছি, ভয় পেয়োনা। মকবুল সাহেব কাষ্ঠ হাসিটা ধরে রাখলেন। যা গেছে তা তো আলটিমেটলি তার নিজ পকেট থেকেই গেছে। এসব কথা ভেবে কষ্ট আর বাড়িয়ে লাভ কি?
-ভালো হয়েছে না বাবা? গেমিঙের সময়ে আমিও ব্যবহার করতে পারবো। রেঞ্জ ভালো, মাও রান্না ঘর থেকে ব্যবহার করতে পারবে।
মকবুল সাহেব ভালো করেই জানেন, এই জিনিস তার খুব একটা ব্যবহার করার সুযোগ হবে না। কিন্তু প্রবল বেগে মাথা ঝাঁকিয়ে বললেন- খুব ভালো হয়েছে। অসম্ভব ভালো হয়েছে।
ছেলে বললো- বাবা রিটার্ন গিফট ? মুখের হাসিটা ঝুলিয়ে রেখেই মকবুল সাহেব বললেন- কি চাও বাবা, বলো?
তার পকেটের পয়সায় গিফট কিনে আবার রিটার্ন গিফট! এবং এই আবদারও হাসি মুখে সহ্য করতে হবে। সংসারে অনেক আপসই করে চলতে হয়।
ছেলে বললো বাবা নতুন প্লেস্টেশন ফাইভ এসেছে। ফোর কেতে গেমিং করা যায়। আগেরটা থেকে একেবারে মজা পাচ্ছি না ।
কথা সত্য । মকবুল সাহেব নিজেও পিএস ফাইভের বিজ্ঞাপন দেখেছেন। কিন্তু এর দাম কম করে হলেও ৫০০ ডলার। ওনার ফ্যাকাসে মুখের হাসিটা আরেকটু লম্বা হয়ে গেল। স্ত্রীর দিকে তাকালেন তোমার কিছু লাগবে না?
- না না, কি যে বল। আচ্ছা থাক । কিছু না দিলে তোমার আবার খারাপ লাগবে । একটা ফেনডি সানশাইন ব্যাগ দেখলাম। আমার এই ড্রেসটার সাথে বেশ ভালো মানাবে । অনলাইনে আজ তিনটার আগে অর্ডার করলে কালই পেয়ে যাবো।
আরো কমপক্ষে পনেরোশো ডলারের ধাক্কা।জন্মদিনের গিফট আর রিটার্ন গিফটের আইডিয়া যে ব্যাটার মাথা থেকে এসেছিল তাকে পেলে মকবুল সাহেব একটু আদর করে দিতেন।
..........................
মাননীয় প্রধান মন্ত্রী হযরত শেখ হাসিনা ২২ মার্চ ২০২০ এ সার্ক কোভিড ফান্ডে ১৫ লাখ ডলার দেবার ঘোষণা দেবার পর ৬ মে ২০২০ তারিখে ভারত থেকে তিরিশ হাজার কোভিড টেস্ট কিট উপহার হিসেবে পাওয়া গেছে। (যদিও ভারতীয় পত্রিকা এটাকে উপহার না, ডোনেশন বলেছে। )।
এর আগে ২০১৯ সালে প্রতিদিন তিরিশ হাজার টাকা ভাড়ায় ভারত থেকে পুরাতন রেল ইঞ্জিন আনার প্রস্তাব করা হলে ২০২০র জুলাইতে ১০টি পুরাতন ইঞ্জিন 'উপহার' দেয়া হয়।
সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশকে ১০৯ অ্যাম্বুলেন্স উপ হার দেবার কথা বলেছেন। বাংলাদেশ কি রিটার্ন গিফট দেয় দেখার অপেক্ষায় আছি।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩৮