।। ভারত মায়ের জয় ।। ভারত জিন্দাবাদ ।। ভারত দীর্ঘজীবী হোক ।।
ভাবছি তওবা করা দরকার যে ভারতের নিন্দা আর করবো না । যারা যারা এখন থেকে আমাকে ভারতের দালাল বলবে, তাদেরকেও হাসিমুখে জবাব দিবো, "যাহ, দুষ্টু, এমনটা কেউ বলে !!"
যাই হোক, ১৭ই জুন, ২০১৭ এর পত্রিকায় সংবাদ দেখলাম এমন যে, "ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোসালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) এর গুলিতে দুই কিশোর নিহত হবার খবর পাওয়া গেছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে বাংলাদেশের বিপরীতে ভারতের কুমারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- খোসালপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সোহেল রানা (১৭) ও মহেশপুরের শ্যামকুড় গ্রামের কাউসার আলীর ছেলে হারুন অর রশিদ (১৫)। এদের মধ্যে সোহেল রানা মহেশপুরের বাকশপোতা স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।" (সূত্রঃ সীমান্তে বিএসএফের গুলিতে দুই কিশোর নিহত)
|ভালো করে চোখ ডলে পরিস্কার করে দেখবেন যে এদের একজন মাত্র সপ্তম শ্রেণির ছাত্র !! আরেকজন তো তার চেয়েও বয়সে ২ বছরের ছোট
আসলেই আসন্ন ঈদকে উপলক্ষ্য করে ভারতীয়দের পক্ষে থেকে বাংলাদেশী সকল জনগণকে এর চেয়ে বড় ঈদের উপহার হয় না । আসলেই এটা সত্যি অনেক বড় ঈদ উপহার । ধন্যবাদ তাদেরকে ।
সবচেয়ে অবাক হয়ে যাই পরিসংখ্যান দেখে । বাংলাদেশের বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের হিসাব অনুযায়ী, ২০০০ সাল থেকে গত আগস্ট মাস পর্যন্ত বিভিন্ন সীমান্তে মোট ৯৯৮ জন বাংলাদেশি নিহত হয়েছে। এর মধ্যে বিএসএফের হাতে ৯২৩ এবং ভারতীয় বেসামরিক নাগরিকদের হাতে ৭৫ জন। একই সময়ে বিএসএফের হাতে ৬৬১ এবং ভারতীয় বেসামরিক নাগরিকদের হাতে ৩৩৫ জন বাংলাদেশি আহত হয়। প্রায় ১১ বছরে সীমান্তে ৯৫৭ জন অপহৃত এবং ১০৭ জন বাংলাদেশি নিখোঁজ হয়। ধর্ষণের শিকার হয়েছে ১৪ জন বাংলাদেশি । (সূত্রঃ নানা কৌশলে সীমান্তে হত্যা-নির্যাতন চলছেই)
এর মধ্যে নির্দিষ্ট করে বলতে গেলে, ২০০৬ সালে ভারতীয় বিএসএফ বর্ডারে হত্যা করেছে ৯৫ জন বাংলাদেশীকে, ২০০৭ সালে হত্যা করেছে ৮৭ জনকে, ২০০৮ সালে হত্যা করেছে ৫৪ জনকে, ২০০৯ সালে হত্যা করেছে ৬৬ জনকে, ২০১০ সালে হত্যা করেছে ৫৫ জনকে, ২০১১ সালে হত্যা করেছে ২৪ জনকে, ২০১২ সালে হত্যা করেছে ২৪ জনকে, ২০১৩ সালে হত্যা করেছে ১৮ জনকে, ২০১৪ সালে হত্যা করেছে ২৫ জনকে, ২০১৫ সালে হত্যা করেছে ৩৪ জনকে । (পরিসংখ্যানের সময়সীমা ২০০৬ সাল থেকে ২০১৫ সাল)
শুধু মাত্র ভারতীয় সীমান্তবাহিনী নয়, নিরীহ বাংলাদেশীরা রক্ষা পায় না তাদের সীমান্তবর্তী বসবাসকারী খাসিয়া জাতির আগ্রাসন থেকেও । আচ্ছা, সংখ্যাটা ৩০ লক্ষের চেয়ে তো অনেক অনেক কম, তাই ভারত আমাদের বন্ধু !! শত্রু বলা যাবে না মোটেও । কি সুন্দর সেলুকাস, হায় রে ভেলকি দেখে মাথা ঘুরে যাওয়া বাঙালি !! পরিশেষে, আবারও, ভারত জিন্দাবাদ । সাথে সাথে আরেকটি লেখা বিস্তারিত পড়ার অনুরোধ থাকলো - শিরোনামঃ বাংলাদেশ-ভারত সীমান্ত কি বধ্যভূমি? (সূত্রঃ বাংলাদেশ-ভারত সীমান্ত কি বধ্যভূমি?)
পুনশ্চঃ ভারতীয় দালাল বলবেন ভালো কথা কিন্তু বাজে কথা বলতে আসবেন না একটাও । ধন্যবাদ
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫০