আমরা প্রায় সকলেই আমেরিকান ড্রামা সিরিজ GAME OF THRONES (যার বাংলা অর্থ করলে দাড়ায় - সিংহাসনের খেলা) এর নাম শুনেছি । আমাদের মধ্যে অনেকেই এই ড্রামা সিরিজটির ভক্তও । যারা জানেনা, তাদের জন্য, এটি মূলত একটি ফ্যান্টাসি ড্রামা সিরিজ, আর এই ফ্যান্টাসি ড্রামা সিরিজটি প্রথম তৈরি করে David Benioff এবং D. B. Weiss । এই ড্রামা সিরিজটি George R. R. Martin এর ফ্যান্টাসি উপন্যাস "A Song of Ice and Fire" (যার বাংলা অর্থ করলে দাড়ায় - বরফ এবং আগুনের একটি গান) থেকেই তৈরি করা হয়েছে । তবে আশ্চর্যের বিষয় হচ্ছে যারা এই ড্রামা সিরিজটি তৈরি করেছে তারা এই বইয়ের কাহিনীর আদলে ড্রামা সিরিজটি তৈরি করলেও টেলিভিশনে প্রদর্শনের জন্য ভিন্ন স্ট্রাটেজি অনুসরণ করে এবং ভিন্নরূপ দেয় ।
এখন পর্যন্ত এই ড্রামা সিরিজটির মোট ৬ টি সিজনের ৬X১০=৬০ টি পর্ব রিলিজ হয়েছে । প্রতি বছর ১০ টি করে পর্ব রিলিজ হয়েছে (প্রথম রিলিজ পায় ১৭ই এপ্রিল,২০১১ সালে এবং এখন পর্যন্ত সর্বশেষ পর্বটি রিলিজ পায় ২৬ই জুন, ২০১৬ তে) । এখন পর্যন্ত এই ড্রামা সিরিজটির দর্শকদের সংখ্যা বেশ চমকে দেওয়ার মত ।
এই ড্রামা সিরিজটি যারা নিয়মিত দেখে, তারা আসলে জানে না এমন কিছু বিষয় আছে, যা শুনলে বা জানলে নির্ঘাত অবাক হওয়া অতীব স্বাভাবিক । এমন কিছু অজানা তথ্য তুলে ধরলাম নিচে -
১) Sophie Turner অর্থাৎ ড্রামা সিরিজটিতে যে Sansa Stark চরিত্রটির রূপদান করেছেন সে বাস্তব জীবনে তার নেকড়ে কুকুরটিকে দত্তক নিয়েছে যেই নেকড়ে কুকুরটি ড্রামা সিরিজটিতে তার সাথেই ছিল ।
২) ডথরাকি ভাষা যেটি ডথরাকি নামক বেদুইন গোষ্ঠীরা ব্যবহার করে এই ড্রামা টিভি সিরিজটিতে, সেই ভাষা সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র এই ড্রামা সিরিজটির জন্যই তৈরি হয়েছে ।
৩) যেই সিংহাসনের জন্য লড়াই সবকিছুর অর্থাৎ Iron Thrones... সেই সিংহাসনটি উপন্যাসে বেশ বড় (নিচের ছবি দেখলেই বুঝা যাবে) কিন্তু ড্রামা সিরিজটিতে অত্যন্ত ছোট করা হয়েছে যাতে দর্শকদের বিরক্তি প্রকাশ না পায় ।
৪) Kristian Nairn অর্থাৎ ড্রামা সিরিজটিতে যে Hodor চরিত্রটির রূপদান করেছেন, তিনি বাস্তব জীবনে একজন বিখ্যাত DJ ।
৫) এই ড্রামা সিরিজটি দর্শকদের বুঝার সুবিধার্থে মোট ৪টি ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ North, South, East এবং West । আপনি যদি এই চারটি অঞ্চলের একটি সংযোগকারী রেখা আঁকতে পারেন তাহলে সেটি একটি বৃত্তের আকার হবে (নিচের ছবিতে ম্যাপ দেওয়া আছে)
৬) ইদানিং শুধু আমেরিকাতেই নয়, ইউরোপ, আফ্রিকা এমনকি এশিয়াতেও অনেক বাচ্চারই নামকরণ করা হচ্ছে এই Game of Thrones ড্রামা সিরিজটির চরিত্রদের নাম অনুসারে এবং এই হার অনেক জায়গায় অনেক বেশি ।
৭) Oona Chaplin অর্থাৎ ড্রামা সিরিজটিতে যে সাবেক North এর king Rob Stark এর স্ত্রী এবং একই সাথে একজন সেবিকার চরিত্রটি রূপদান করেছেন, তিনি বাস্তবে বিখ্যাত কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিনের নাতনী ।
৮) Sibel Kekilli অর্থাৎ ড্রামা সিরিজটিতে যে Shae অথবা যে Tyron lannister এর রক্ষিতা এবং একজন যৌনকর্মীর চরিত্রটি রূপদান করেছেন, বাস্তব জীবনেও সে একজন পর্ণস্টার (তবে এই ড্রামা সিরিজটি করার পর থেকে সে এই পর্ণের জীবন থেকে ফিরে আসতে বদ্ধ পরিকর) ।
৯) Lena Headey অর্থাৎ ড্রামা সিরিজটিতে যে Cersei Lannister চরিত্রটির রূপদান করেছেন এবং Jerome Flynn অর্থাৎ ড্রামা সিরিজটিতে যে Bronn চরিত্রটির রূপদান করেছেন - তারা বাস্তব জীবনে একজন আরেকজনকে একেবারেই সহ্য করতে পারে না । একে অন্যের সাথে কথা বলা তো দূরের কথা, তারা একে অন্যের মুখ দেখাও পছন্দ করে না ।
১০) Maisie Williams অর্থাৎ ড্রামা সিরিজটিতে যে Arya Stark চরিত্রটির রূপদান করেছেন - এই ড্রামা সিরিজটি দিয়েই তার অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছে । সে শুধু ভালো অভিনেতাই নয়, সে একজন ভালো নাচিয়ে-ও । তার বেশ কয়েকটি Flash mob এর ভিডিও ইউটিউবে বেশ জনপ্রিয় হয়েছে ।
(আজ এই পর্যন্তই থাক, আরও কিছু অজানা তথ্য নিয়ে পরবর্তীতে আবারও পোস্ট করবো)
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৬