নতুন আরেকটি ভোর সমাগত
জানালার কপাট খুলে দিয়েছি-আলো আসুক
আঁধার কেটে কেটে সেই আলোয় ভরে যাবে আঙিনা
আবার জেগে উঠবে ঘুমন্ত প্রিয় মুখগুলো।
মুয়াজ্জিনের আজানে নিস্তব্ধ পৃথিবী সরব,
যেন আড়মোড়া ভেঙে ঘুমাতুর হাই তুলে
শত স্বপ্নরাজ্যে বেড়িয়ে এসেছে,
এই আঙিনায় তাদের প্রত্যাবর্তন শুভ হোক।
যারা ভোর আনে, যারা যুদ্ধে যায় হেসে খেলে,
যারা দূরের নিবু নিবু আলোয় দেখতে পায়
অজানা ভবিষ্যৎ-তাদের ডাকছে কাছে,
সব কিছু ঝেড়ে ফেলে তাঁরা এগিয়ে যায় সেই দূরে
শুভ্রতার আলিঙ্গনে দৃঢ় পদক্ষেপ বেড়ে যায়,
ভোরের আলো তাদের স্বাগত জানায়-অকৃত্রিম অনুরাগে।
ঊষায় আমাকে ঘিরে এ এক নব জাগরণ,
আর নয় আলসে জীবন, কুড়েমি কেড়েছে
আমার সব প্রফুল্লতা, নির্জনে নির্জীব হয়ে থাকি।
বেলাশেষে আমিও ডুবে যাই নীল হয়ে,
অস্তিত্বটুকুও আর জেগে রয় না।
সূর্যসারথি হয়ে জেগে রবো হে নতুন ভোর
আমার আঙিনায় স্বাগতম আবারও
কথা দিলাম নতুনভাবে জেগে উঠব
হয়ত এখনই, নয়তো আর ফিরবো না।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:২০