
১।
সব শেষ হয়ে গেছে, সব!
আমার আনন্দ, আমার দুঃখ-বিলাস, আমার প্রেম উৎসব!
আমার গল্প, আমার কবিতা, আমার স্বপ্ন ও শোক!
রঙের পাখিটা উড়ে গেছে, সাথে সব রঙ্গীন পালক!
২।
বহুদিন আমি পান করি নাই সুরা, বহুদিন থেকে গান করি নাই সুরে
ভান করি নাই, জান ধরি নাই বাজি -
কত কত দিন বাজাইনি তানপুরা, কত শত দিন নাচিনি উঠানজুড়ে
টান শেষ তাই, নাই অভিমানরাজি।

৩।
বিন্দুর মাঝে বিন্দু বন্দী, বৃত্ত বন্দী বৃত্তে
তোমার সাথে তেমনি সন্ধি, চিত্তে এবং চিত্তে -
দ্বন্দ্ব থেকে প্রতিদ্বন্দ্বী, পলকে সব মিথ্যে!
আমি এখন মৃত্যুগন্ধী, এস না শেষকৃত্যে।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৯