১.
সুন্দর এখনো লেগে আছে হৃদয়ে
আর তার দ্যোতনা আছে বাঁচায়
তুমি ভুল করে চলে গেছো বলে কি -
মোহ্যমান হয়ে থাকবো অসুখে ব্যথায়?
ভালোবাসা কি মুদ্রা কোনো যে-
একবার দিলে তা ফেরত পাওয়া যায়!
২.
তোমার আমার দূরত্ব বাড়েনি
বৃক্ষের সাথে বৃক্ষের দূরত্ব বাড়ার নয়
আমরা তো প্রাচীন বৃক্ষ স্থির হয়ে আছি
বেড়েছে শুধুই আমাদের দূরত্বে থাকার সময়।
৩.
এখন ঢের দূরে আছি
চোখ আর দৃশ্যের অনেক দূরে,
বাগানে ফুটে আছে তুমোল সুন্দর এক, থাকুক,
আমি তা তুলতে যাবোনা
যদিও নিতে পারি তুলে জীবন আধারে,
মালি নয়; নয় কাঁটার প্রতাপ
বস্তুত নিজেকেই আজ সবচে বেশি ভয় করে।