দুপুরটা পাউরুটি খেয়ে পার করলাম, সন্ধ্যায় আসলেই ক্ষুধা লাগল। ব্যাগে ল্যাপটপ ভরে বেরিয়ে পরলাম। ল্যাপটপ নেবার কারণ হল, হোটেলের ইন্টারনেট কাজ করছে না। বিভিন্ন দোকানে ফ্রি ওয়াই-ফাই থাকে, সেটা যদি একটু ব্যবহার করা যায়। হাঁটতে হাঁটতে একটা শপিং লটে ঢুকলাম, Bed bath & Beyond নামের দোকানটায় ঢুকলাম। Adam Sandler এর Click সিনেমাটা দেখার পর থেকেই এই দোকানটায় ঢোকার শখ ছিল আমার। এই দোকানটায় বিছানা বালিশ, আর বাথরুমের মালপত্র পাওয়া যায়। খুব দ্রুতই 'বোরড' হয়ে বের হয়ে আসলাম। পাশের স্পোর্টস শপে ঢুকলাম এরপর। যে জিনিসটা বেশ মজা লাগল, তা হল মরিচের স্প্রে আর টিয়ার গ্যাস স্প্রে। আত্মরক্ষার জন্য এগুলো কেনে মানুষ, জগিং করার সময় সাথে নেবার জন্য বিশেষ স্ট্র্যাপও আছে। অনেক মেয়েরা নাকি এগুলো সাথে রাখে আক্রমণ থেকে বাঁচার জন্য। বড় বড় ছুরি দেখলাম, যেগুলো দিয়ে সিনেমার হিরোদের দেখেছি জংগলে গাছের বেড়ে ওঠা পাতা কেটে রাস্তা বানিয়ে নিতে।
হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম। রাস্তা থেকে একটু দূরে চিকন একচিলতে ফুটপাথ। বসে পরলাম, তার উপরেই। পথে কারও সাথে দেখা হয় নি, কাজেই কেউ বিরক্ত করবে বলা মনে হল না।
হাঁটতে গিয়ে মনে হল, আরে! ব্যাগে তো ক্যামেরা আছে! রাস্তাঘাটের ছবি তোলার কিছুই নাই জানি, তবুও আমি তাই তুললাম। মনে হল ঢাকা হলে ছবি তোলার সময় হয়ত কয়েকজনের সাথে ধাক্কাই লেগে যেত, এখানে কোন মানুষই নাই।
ছবি অবশ্য সবই ফালতু টাইপের:
একটা ফোয়ারা দেখে আবার বসলাম। লংগার এক্সপোজার দিয়ে ফোয়ারার ছবি তোলার চেষ্টা করলাম। ভাল হল না।
ফেরার পথে Starbucks এর ইন্টারনেট চুরি করার চেষ্টা করলাম, পেলাম না। Panera Bread নামে একটা wifi পেলাম। সেটা দিয়ে মেইল চেক করে ফিরে আসলাম।
আমার 'আদার হাফ' জানাল যে আজ বাঙালি কমুনিটিতে বারবিকিউ ডিনার করা হবে, ফুড ফেস্টিভালের লাভের টাকায় সবাই মিলে দুটি প্রোগ্রাম করা হল। আমার কপালে ছিল না, তাই চিমনি রকের (চিমনির মত পাহাড় আছে নাকি) প্রোগ্রাম আর লেকের পাশের বারবিকিউ - দুটোই মিস করলাম। ফুড ফেস্টের দিন আমি স্টলের সামনে দাঁড়িয়ে ক্যানভাসিং করেছিলাম: Would you like to test some Bangladeshi food? This is Biriyani, a very famous food, and this is chicken kebab. I would suggest you must try this, everyone is coming back after eating one...... If you come later, you may not find it any more. খুব একটা খারাপ হয়নি আমাদের, আমরা সোল্ড আউট হয়েছিলাম।

আগের পর্ব: Click This Link
(খাদ্য ব্লগ)