আজকের বিষয়টা একটু ভিন্ন
আজ আনন্দের কবিতা লেখা হবে
বেশ কিছু উজ্জ্বল সূর্য রঙের হাসি আর তারা জ্বলা ভাল লাগার গল্প
যেভাবেই হোক আজকের কবিতায় থাকবে আনন্দ
তোমার চোখের তারার শৈশব আর উপচে পড়া ভালবাসার গল্প
একটা উচ্চ কলরবে ভরা আড্ডার গল্প
কিছুতেই বিষাদের জায়গা হবে না আজ।
কোন মতেই স্থান পাবেনা দুঃখের নোনা বাতাস।
শুধু ভাললাগা আর ভালবাসার শব্দপুঞ্জীতে ভেসে যাবে বাকি সব।
হা, আজ লিখেই ফেলব খুশি মাখা কিছু লাইন।
বন্ধুর গা জ্বালানো টিটকারি আর হাস্যরসও থাকতে পারে।
অথবা নিজের সাথেই কাটানো কিছু সময়ের রঙ।
অপ্রত্যাশিত উপহার অথবা সমর্থন
অর্থহীন সময় কাটানো বিনোদন,
সে যাই হোক
আজ লিখতেই হবে
আনন্দের একটি কবিতা।
কারন দুঃখ বেশ সস্তা হয়ে পড়েছে!
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১২ বিকাল ৪:৫৩