শুন্যতার ভয়ে আকড়ে থাকা সময় মেলে দেখি
ছিল শুন্যতা শুন্যতা শুন্যতা !
হারিয়ে যাওয়ার ভয়ে আকড়ে থাকা সময়,
ছিল শুন্যতা শুন্যতা শুন্যতা …
দূরত্বের গভীরতা কি সময় দিয়ে মাপা যায়?
সময়ের গভীরতায় কি ডুবে যায় দূরত্বের অসীম শুন্যতায় ?
দূরত্বের শুন্যতা মিশে যেতে থাকে সময়ের নিশ্বাসে ?
নাকি সবকিছুই ভেসে থাকে কোনো এক অদৃশ্য বাষ্পে ?
এইসব হিজিবিজি আজগুবি অর্থহীন শব্দের খেলায় ডুবে থেকে থেকে
চাদের আলোর সাথে নিওন আলোর ভেজাল মিলিয়ে নেয়া জীবনে
কি আসে যায় , তুমি অথবা তার অথবা তাহাদের কিছু কথা পায়ে দলে …
আমি চলে যাই ?
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৪:১৩