বড় ভাইয়ের বাসায় গিয়েছিলাম বেড়াতে । আমি বায়েজিদ ক্যান্টমেন্টে আগে কখন যাইনি তাই যায়গাটা অপরিচিত তাছাড় যাওয়ার পরপরই হরতাল শুরু এরপর থেকে প্রায় ৭ দিন ঘরে বন্দী । আমি আগে টিভি দেখতাম না বললেই চলে। কিন্তু অই কয়েকদিন কাজ না থাকায় এবর খবরাখবর দেখার জন্য বেশিরভাগ সময় টিভির সামনেই কাটাই।
কিন্তু ভাবী আর মা শুধু স্টার জলসা আর জি বাংলা দেখে। দুঃখের কি বলব এই বিষয় নিয়া অনেকেই অনেক লিখেছেন আমিও লিখলাম একরকম বিরক্ত হয়েই।
একটা সময় আজ রবিবার, সংশপ্তক, রঙের মানুষ এইরকম আরো নাটক বহুল জনপ্রিয় ছিল তখন স্টার জলসা ছিল কি না জানি না তবে স্টার জলসা ম্যানিয়া ছিলনা। সবাই আগ্রহ ভরে দেখত নাটকগুলো। সেই নাটক গুলো দেখে অনেক কিছুই শেখারও ছিল।
আর এখন পরিস্থিতি পালটে গেছে মা নাটক দেখা ছাড়া আমাদের মা খালা চাচীদের ঘুম আসে না। এইসব বাস্তবতা বিবর্জিত বিরক্তিকর নাটক দেখে তাদের কি আবেগ। মা নাটকটাই মনেহয় সবথেকে জনপ্রিয়। সম্পুর্ণ বাস্তবতা বিবর্জত আজগুবি একটা নাটক। কিন্তু সে নাটকটি এমন প্রভাব ফেলছে যেন রমণীরা নাওয়া খাওয়া ফেলে টিভির সামনে বসে থাকবে অবশ্য একই নাটক দিনে নাকি তিন চারবার দেখায়।
ত আমি মা নাটকের না দেখে দেশী নাটক দেখতে বললে বলে বাংলাদেশের নাটক নাকি মরা মরা। হায় কপাল বিরক্তিকর ফ্ল্যাশব্যাক, সাসপেন্স, আর অযথা একটা মানুষকে মনে পিছনে উপর নিচ থেকে দেখানো নাটক নাকি বেশী প্রাণ সঞ্চার করে। একটা কাহিনিকে অপ্রয়োজনীয় ভাবে দীর্ঘায়িত নাটক নাকি অনেক সুন্দর যেখান থেকে ভাল কিছু শেখা যায় না। পারিবারিক হিংসা বিরোধ কুবুদ্ধি পুর্ণ নাটকই বেশী জনপ্রিয়।
এসব বলে আর কি লাভ আর আমাদের স্টার জলসা ম্যানিয়ায় আক্রান্তদের দোষ দেয়ার দিন শেষ। এবার নিজের ঘরে তাকাই।
আমাদের চ্যানেল গুলো কি করছে?? স্টার জলসা জি বাংলার আদলে নাটক বানাচ্ছে। দেখে অবাক হওয়ার পাশাপাশি খুব কষ্ট পেলাম।
নির্মাতার আমার থেকে অনেক বেশী বুদ্ধিমান। তারা হয়ত বাংলা চ্যানেল বিমুখ দর্শকদের ফেরাবার জন্য এমনটি করছেন। কিন্তু
এখনও অনেকেই আছেন যারা বাংলাদেশের নাটক নিয়মিত দেখেন। তারা কথায় যাবেন?? সব কিছু স্টার জলসার মত করতে হবে?? এতে কি দর্শক ফিরবে ?আমারত মনেহয় না। যারা একবার স্টার জলসায় আসক্ত হয়ে গেছে তার ফিরবে কি করে। অইসব নাটক কি এত সহজে শেষ হবে । তাছাড়া ওদের ভাল দিক হল কম বিজ্ঞাপন দেয়া বিজ্ঞাপনের জালায় আবার অনেকেই বাংলাদেশের চ্যানেলগুলোর উপর বিরক্ত। সব মিলিয়ে খুব খারাপ অবস্থা। স্টার জলসা স্টাইলে নাটক বানিয়ে খুব লাভ হবে বলে মনে হয় না তারা ত ফিরবেই না উল্টো আর যারা আছে তারাও মুখ ফিরিয়ে নিবে। যেমনটি হচ্ছে আমাদের সিনেমার ক্ষেত্রে। আমি অনেকে দেখেছি যারা সিনেমা দেখা বাদ দিয়ে নাটক দেখে। এইরকম চললে তারা নাটক দেখাও হয়ত ছেড়ে দিবে। তখন অবস্থাটা হবে কাকের ময়ূরের পালক লাগানোর মত। তার থেকে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি আর ধারা নিয়া থাকলেই মনেহয় ভাল হয়
স্টার জলসা নিয়া মাথা ব্যাথা নাই কারণ লাভ নাই। যারা দেখা শুরু করেছে তারা একরকম আসক্ত হয়ে পরেছে। এখন আমাদের চ্যানেলগুলো যাতে গুলা স্টার জলসায় রুপান্তর না হয় সেটাই ভাবা উচিত।