এইটা আমার ২০১২ সালের শেষ পোস্ট। আজকের পোস্টে ব্লগারদের ক্যাটাগরি নিয়া আলোচনা করছি।
প্রথমেই আসি ব্লগার কয় ধরণের।
ব্লগার সাধারণত ৪ ধরনেরঃ ১। হেভীওয়েট ব্লগার
২। হিট ব্লগার
৩। সাধারণ ব্লগার
৪। আম ব্লগার/ নতুন ব্লগার
১ হেভীওয়েট ব্লগারঃ আসেন আগে নাম বিশ্লেষণ করি "হেভী" মানে ভারি বা বেশী আর "ওয়েট" মানে ওজন। মানে এই ধরণের ব্লগারদের ওজন বেশী সাধারণত ৭০ কেজির বেশী ওজনের ব্লগারদের হেভিওয়েট ব্লগার বলা হয়।
যদি আপনি হেভিওয়েট ব্লগার হতে চান তবে তাড়াতাড়ি বেশী বেশী করে খাওয়া দাওয়া শুরু করেন । তবে শর্টকার্টে হেভিওয়েট ব্লগাদের হওয়ার বুদ্ধি হল যখন ব্লগে আসবেন তখন কম ওজনের সমপরিমাণ বটখাড়া নিয়া আসবেন।
আর আপনি হেভিওয়েট ব্লগার কিনা তা পরিমাপ করার জন্য
২। হিট ব্লগারঃ নাম শুনেই বুঝতে পারছেন কি হতে পারে। মানে যাদের শরীর বা মেজাজ বেশী গরম তাদের হিট ব্লগার বলে।
তবে বেঞ্চু টেনে ধোয়া বের করলেই হিট ব্লগার হওয়া যাবে না। আপনি কি হিট ব্লগার কি না তা জানার জন্য সাথে থার্মোমিটার রাখতে পারেন। এই শীতে হিট ব্লগাদের কম দেখা যাবে
মাপতে চাইলে
৩। সাধারণ ব্লগারঃ এরা খুব সহজ সরল ব্লগার । এরা চিন্তা ভাবনায় আছে কোন দিকে যাইব আপাতত এদের মতিগতি বুঝা যাইতেছে না। যে কোন সময়যে কোন দিকে মোড় ঘুরিয়া যাইতে পারে। কেউ যদি নিজের ব্লগীয় ক্যাটাগরি নিয়া সন্দিহান থাকেন বুঝতে হবে আপনি সাধারণ ব্লগারের তালিকায় আছেন।
৪। নতুন ব্লগারঃ এরা নতুন ব্লগার বিধায় পর্যাপ্ত তথ্য উপাত্তের অভাব রয়েছে।
এতক্ষন যা বললাম তা হল আমাদের দৃষ্টিতে ব্লগারদের শ্রেনী বিভাগ। এবার নজর দেয়া যাক সামুর শ্রেণীবিভাগের দিকে।
১। ব্লকঃ এরা হল ব্লগনৈইতিক ব্লগার আর ব্লক মানে জেলখানা।
জেল খাটা যেমন রাজনৈতিক নেতার অন্যতম বৈশিষ্ট ব্লক খাওয়া মানেও ব্লগনৈইতিক ব্লগার হওয়ার পুর্ব লক্ষন।
২। ওয়াচঃ এরাই হচ্ছে সামুর ভবিষ্যৎ হেভীওয়েট, হিট, সাধারণ, নতুন এবং মাল্টি। এরাই সব থেকে সম্ভাবনা ময় ব্লগার।এদের চোখে রঙ্গিন স্বপ্ন জেনারেল হবে সেইফ হবে।
৩। জেনারেলঃ এরা কিন্তু মেজর জেনারেল নয় আবার। এদের যেমন নতুন ব্লগার ভাবতে পারেন তেমনি শিশু ব্লগারও ভাবতে পারেন।
৪ সেইফঃ এরাই সামুর সবথেকে দুশ্চিন্তা গ্রস্ত ব্লগার। মানুষ বৃদ্ধ হয়ে গেলে যেমন পাওয়ার কিছু থাকে না শুধু মৃত্যু আশঙ্কায় ভূগে তেমনি এই শ্রেণীর ব্লগারদের আর পাওয়ার কিছুই নেই শুধু পদে ব্যান ব্লক জেনারেল হয়ার আশঙ্কা।
[বিঃ দ্রঃ ব্লগারদের চরিত্রগত বা অবস্থানগত যেমনঃ ছাইয়া ব্লগার , প্রেমিক ব্লগার , লুল ব্লগার , ছেকু ব্লগার , মডুগো কাছের লুক , ছাগু ব্লগার , হাম্বা ব্লগার , নাস্তিক ব্লগার , আস্তিক ব্লগার , মৌলবাদী ব্লগার, রোমান্টিক ব্লগার নিয়া এখনও গবেষণা শেষ হয় নাই বিধায় এই বিষয়ে কিছু বলা হয় নাই
জরুরির ঘোষণা
এইবারের গবেষণা এই পর্যন্তই। তবে এইবারের গবেষণায় অনেক সীমাবদ্ধতা দেখা গিয়াছে । সে সীমাবদ্ধতা গুলা ধূর করার জন্য খুব শীগ্রই নতুন গবেষণা শুরু করা হইবে। আপনারা ধৈর্য্য ধারণ করেন । যারা নিজেদের ক্যাটাগরি খুজে পাচ্ছেন না তাদের হতাশ হওয়ার কিছুই নেই, সামনেই আসছে নতুন নতুন ক্যাটাগরি। কি কি ক্যাটাগরি যোগ করা যাইতে পারে তাঁর জন্য আপনাদের পরামর্শ আবশ্যক
এটি শুধুই একটি ফান পোস্ট।